নতুন করে উত্তপ্ত হল শোপিয়ান উপত্যকা, চলছে গুলির লড়াই! নিকেশ জইশ জঙ্গি

শোপিয়ানে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জইশ জঙ্গি নিকেশ হয়েছে। আরও দুই জঙ্গি শোপিয়ানে লুকিয়ে রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Indian army

নিজস্ব সংবাদদাতা: নতুন করে কাশ্মীরের শোপিয়ান উপত্যকা উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার কাশ্মীরের শোপিয়ান জেলার জিনপাথর কেলার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তইবার অন্তত একজন জঙ্গি নিকেশ হয়েছে। সূত্রের খবর, আরও দুই লস্কর জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। এখনও জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছে। গোটা এলাকা নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেছে বলে জানা গিয়েছে। 

এই অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা সংস্থাগুলি 'সন্ত্রাসমুক্ত কাশ্মীর' বার্তা সহ তিনজন পাকিস্তান-সমর্থিত জঙ্গি আদিল হুসেন ঠোকার, আলি ভাই ও হাশিম মুসার ছবি ও পোস্টার শোপিয়ানের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। এই তিন জনকেই ২২ এপ্রিল পহেলগাঁও পর্যটক হামলার মূল চক্রী বলে সন্দেহ করা হচ্ছে।

INDIAN ARMY

এই তিনজনের সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। পহেলগাঁওয়ে হামলার মাত্র কয়েকদিন পর ২৫ এপ্রিল আদিল ঠোকারের বাড়ি (বিজবেহারায়) আইইডি দিয়ে উড়িয়ে দেয় কাশ্মীর প্রশাসন। জানা গেছে, আদিল ঠোকারই পাকিস্তান থেকে আসা জঙ্গিদের সাহায্য করেছিল বাইসরন উপত্যকায় হামলা চালাতে। আদিল ঠোকার ২০১৮ সালে পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যায় এবং গত বছর ফের উপত্যকায় ঢোকে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

এদিকে, 'অপারেশন সিঁদুর'-এর পর সোমবার প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট করে জানান, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ "থেমে নেই, শুধু স্থগিত করা হয়েছে।" সীমান্তপারের দিক থেকে আর কোনও হামলা হলে ভারত আরও কড়া জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।