৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

কামচাটকার উপকূলে ভূমিকম্প।

author-image
Aniket
New Update
Delhi-Earthquake-Timing

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার কামচাটকা উপকূলের কাছে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। রুশ গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.২। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে এবং জরুরি উদ্ধার দল প্রস্তুত রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপৃষ্ঠে তীব্র কম্পন হওয়ায় সুনামির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসে কামচাটকা অঞ্চলে আরও শক্তিশালী এক ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৮.৮।