/anm-bengali/media/media_files/2025/09/18/screenshot-2025-09-18-140-pm-2025-09-18-22-25-54.png)
নিজস্ব সাংবাদদাতা: অদানি গ্রুপকে হিন্দেনবার্গ রিপোর্ট মামলায় ক্লিন চিট দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুণওয়ালা এই ঘটনাকে ‘সত্যের জয়’ আখ্যা দিয়ে কংগ্রেস ও বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ করেছেন।
শনিবার তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আবারও সত্যের জয় হয়েছে। যারা অর্থনৈতিক অরাজকতাবাদী, অর্থনৈতিক সন্ত্রাসবাদী ও স্লিপার সেলের মতো ভারতের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে কাজ করছিল, তাদের উপর আজ বড় আঘাত এসেছে। হিন্দেনবার্গ নামক ফ্লাই-বাই-নাইট অপারেটরের করা অভিযোগগুলো একাধিক সংস্থা আগেও অস্বীকার করেছে। সুপ্রিম কোর্টও আগেই এই অভিযোগ খারিজ করেছিল।”
/anm-bengali/media/post_attachments/7ca79ec1-6cf.png)
তিনি আরও বলেন, “আজ হিন্দেনবার্গ তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তাদের অভিযোগের ওপর তিন-তিনটি আঘাত এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতে যারা হিন্দেনবার্গকে গসপেল হিসেবে ধরে নিয়েছিল—সংসদ অচল করেছিল, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছিল, বিনিয়োগকারীদের ক্ষতি করেছিল—তারা কি আজ ক্ষমা চাইবে? বিশেষত রাহুল গান্ধী ও কংগ্রেস পার্টি কি এ জন্য দায় স্বীকার করবে?”
SEBI-র তদন্তে বলা হয়েছে, হিন্দেনবার্গ রিপোর্টে যেসব লেনদেনকে ‘রিলেটেড পার্টি ট্রান্সঅ্যাকশন’ বলা হয়েছিল, তা প্রমাণিত হয়নি। ফলে অদানি গ্রুপের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই সিদ্ধান্তে অদানি শেয়ারের দামে ইতিবাচক প্রভাব পড়েছে।
অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, তদন্ত পুরোপুরি নিরপেক্ষ হয়নি এবং অদানি গ্রুপ ও বিজেপির মধ্যে অস্বচ্ছ সম্পর্ক এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিরোধীরা পুনরায় জে.পি.সি (যৌথ সংসদীয় কমিটি) গঠনের দাবি তুলেছে।
#WATCH | Delhi | On SEBI giving a clean chit to the Adani Group in the Hindenburg case, BJP National Spokesperson Shehzad Poonawalla says, "Once again, truth has prevailed and those who have been behaving like economic anarchists, economic terrorists and economic sleeper cells… pic.twitter.com/OdiihBVlDI
— ANI (@ANI) September 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us