/anm-bengali/media/media_files/2025/09/18/screenshot-2025-09-18-pm-2025-09-18-22-32-57.png)
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা কে.এস. আলাগিরির সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিল রাজ্য রাজনীতি। অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে লক্ষ্য করে আলাগিরির মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘সহিংসতাকে উস্কে দেওয়ার মতো’ বলে কটাক্ষ করলেন তামিলনাড়ু বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন থিরুপতি।
/anm-bengali/media/post_attachments/64abd72e-c28.png)
থিরুপতি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এত সিনিয়র একজন মানুষ এভাবে কথা বলছেন, যা নারীদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় বা তাঁদের হেয় করে—এটা উদ্বেগজনক। আমার মনে হয় তিনি নারীদের সম্পর্কে এইভাবে কথা বলতে স্বচ্ছন্দ। বলতে ইচ্ছে না থাকলেও বলতে হচ্ছে—আমি বুঝতে পারছি না কঙ্গনা রানাউতের বিরুদ্ধে তিনি এই ধরনের মন্তব্য করে কী পেলেন। তবে তাঁর শরীরী ভাষাই সব বলে দিয়েছে। পুরো ব্যাপারটাই অযৌক্তিক।” তিনি আরও যোগ করেন, “আলাগিরির উচিত ছিল এমন মন্তব্য এড়িয়ে চলা। তিনি যা বলেছেন, তার জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
#WATCH | Chennai, Tamil Nadu: Regarding Congress leader KS Alagari's remark on Kangana Ranaut, State BJP chief spokesperson Narayanan Thirupathy says, "...A senior person like him speaking this way, inciting violence or speaking ill about women, is concerning. I think he is… pic.twitter.com/XYT66Rm9tj
— ANI (@ANI) September 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us