/anm-bengali/media/media_files/d1PmJymTQ5Zn7wjnnvmm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, তিরুচিরাপল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বেশ কয়েকটি স্কুলে ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বম্ব স্কোয়াড।
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu: Several schools receive bomb threats through email for the second day in a row. Bomb Squad present on the spot.
— ANI (@ANI) October 4, 2024
Source: Trichy Police pic.twitter.com/2EiIS3t930
প্রসঙ্গত, বৃহস্পতিবার তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে আটটি স্কুলে ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দ্রুত পরিস্থিতি মোকাবিলায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও স্নিফার ডগ স্কুলে পাঠানো হয়।বোমার কোনও প্রমাণ এখনও মেলেনি বলে জানিয়েছেন আধিকারিকরা। তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজের ফুটেজে দেখা গেছে, বোমা হামলার হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে একটি হওয়ায় কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ২ অক্টোবর হনুমানগড় রেল স্টেশনে রাজস্থান ও মধ্যপ্রদেশের বেশ কয়েকটি স্টেশন ও ধর্মীয় স্থানে বোমা হামলার হুমকি দিয়ে একটি চিঠি আসে।