New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এসআইআর নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। করলেন বিজেপিকে কটাক্ষ।
অভিষেক বলেন, "আগে মানুষ সরকার বাছত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। বিজেপি সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত অপমানিত করছে, যারা বলছে বাংলা বলে কোনও ভাষা নেই, তার জবাব দেব না? ধমকে চমকে রাজনৈতিক দলগুলোকে ঘরে ঢোকানোর চেষ্টা বিজেপির। রাতের অন্ধকারে আইন পাশ করিয়েছে বিজেপি। যারা ১০ কোটি বঙ্গবাসীকে অপমানিত করেছেন, তাদের জবাব দেবেন না? যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলেন, যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে ছাত্র-যুবরা জবাব দেবে না? এসআইআর এর বিরুদ্ধে লড়াই চলবে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-125730-2025-08-28-12-59-08.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us