৩০১ কেজি! পশ্চিমবঙ্গের সবথেকে বড় লাড্ডু

দাবি খড়গপুরের উদ্যোক্তাদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-28 at 3.42.48 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর শহরের ২০ নং ওয়ার্ডের গুরুদুয়ারা এলাকায় সাইন স্টার বয়েজ ক্লাবের ২৫-তম বর্ষের গণেশ পুজোর মূল আকর্ষণ ৩০১ কেজির লাড্ডু। খড়গপুরের রাজারাম সুইটস তৈরি করেছে এই মতিচুরের লাড্ডু। খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। পুজোর পর বিতরণ করা হবে এই লাড্ডু। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে বাঁশ ও হোগলা পাতা। মূর্তির থিম হল- 'লালবাগ কা রাজা'। চন্দননগরের আলোকসজ্জা। পুজোর মোট বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। ৮ দিন ধরে চলবে এই পুজো, জানিয়েছেন পুজো উদ্যোক্তাদের তরফে বিবেক কুমার, শ্রীনিবাস, দীপ জয়সওয়াল প্রমুখ। তাঁদের দাবি, এই লাড্ডুই সম্ভবত পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড়। গত গছর তারা ২৫০ কেজির লাড্ডু তৈরি করেছিলেন। তার আগের বছর ছিল ২০০ কেজির। গণপতি বাপ্পার আশীর্বাদে প্রতি বছর বাড়তে থাকবে এই লাড্ডুর ওজন।

WhatsApp Image 2025-08-28 at 10.08.47 AM