/anm-bengali/media/media_files/2025/08/28/whatsapp-image-2025-08-28-2025-08-28-15-08-46.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর থানা চত্বরে। পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল আন্দোলনকারীরা। পুলিশ বাঁধা দিতে গেলে শুরু ধস্তাধস্তি। রীতিমতো মাটিতে বসে পড়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের। বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দুর্গাপুরের বি-জোন রুটের একটি মিনিবাসে হিন্দি ভাষায় জয় শ্রী রাম লেখা হয়েছিল। বেনাচিতি বাজারে এই বাস দাঁড় করিয়ে সেই লেখা ঢেকে দিয়েছিল বাংলা পক্ষের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। এরপরেই রাস্তায় নামে বিজেপি। প্রত্যেকটা বাসে গেরুয়া পতাকা লাগায় তারা। বৃহস্পতিবার বাংলা পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয়ে দুর্গাপুর থানা ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা। দাবি তোলে বাংলা পক্ষের সদস্যদের গ্রেফতার করার। নির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায়। প্রায় আধ ঘন্টা আন্দোলন চলার পর শান্ত হয় পরিস্থিতি। যদিও আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। এর মধ্যে কোনো ভুল নেই, ফের জানাল বাংলা পক্ষ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/28/whatsapp-image-2025-08-28-2025-08-28-14-43-06.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us