/anm-bengali/media/media_files/2025/08/28/whatsapp-image-2025-08-28-2025-08-28-15-36-44.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: বেলডাঙ্গা থানার উদ্যোগে ভাবতা পোলের ধারে মিলল অবৈধ আগ্নেয়াস্ত্রের খোঁজ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম আজিমদ্দিন শেখ (৩৮)। বাড়ি বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি খিদিরপুর দহকোলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ২টো নাগাদ ভাবতা পোলের ধারে আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় তিনটে ওয়ান সাটার, দুটো ৭.৬৫ এমএম পিস্তল ও তিনটে গুলি।
এ বিষয়ে আজ বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই বলেন, “অতীতেও সে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি চালানো হয় এবং অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্তে আরও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে"।
ধৃতকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/28/whatsapp-image-2025-08-28-2025-08-28-15-37-19.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us