নিজস্ব সংবাদদাতা : ফের একবার রাশিয়ার তান্ডবে কেঁপে উঠলো ইউক্রেনের কিয়েভ। গতকাল রাত থেকেই ইউক্রেনের ওপর এক ভয়াবহ মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আর রাশিয়ার এই ভয়াবহ মিসাইল হামলায়, অন্তত ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় প্রশাসন।
ইউক্রেনের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ''গতকাল বুধবার রাতের শুরু থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই হামলা চালানো হয়। এই হামলার ফলে কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন এবং অবকাঠামো দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।'' ইউক্রেনের কর্মকর্তারা এই হামলাকে রাশিয়ার যুদ্ধাপরাধের একটি নতুন উদাহরণ হিসেবে উল্লেখ করে,এই হামলার তীব্র নিন্দা করেছেন। তারা বলেন, ''রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করছে, যা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন।''
এই হামলার পর কিয়েভের মেয়র শহরের সমস্ত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন এবং জরুরি পরিষেবা দল ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us