BREAKING: 'কে কেমন ছিলেন'! নতুন বই নেত্রী মমতার

নেত্রীর বড় ঘোষণা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-08-28 140018

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে নানা পদে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যয়। যে সব প্রধানমন্ত্রীর অধীনে তিনি দায়িত্ব পালন করেছেন এবার তাদের সঙ্গে সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করবেন তৃণমূল নেত্রী। লিখবেন বই। বৃহস্পতিবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে এই ঘোষণা করে দিলেন নেত্রী। বলেন, "অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব, কে কেমন ছিল। বইমেলায় বেরোবে"।

Mamata

বইয়ের নাম হবে 'কে কেমন ছিল'।