হঠাৎ করে ধসে পড়লো অবৈধ বহুতল ! ভয়াবহ দুর্ঘটনায় মহারাষ্ট্রে নিহত ১২

সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : একটি নির্মাণাধীন অবৈধ চারতলা বিল্ডিং ধসে পড়ার ঘটনায় এবার মা-মেয়েসহ অন্তত ১২ জন নিহত এবং ৬ জন গুরুতর আহত হলেন মহারাষ্ট্রে। আজ বুধবার মহারাষ্ট্রের পালঘরের ভিরার এলাকায় এই ঘটনা ঘটেছে। 

এই বিষয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ''আজ সকালে একটি নির্মাণাধীন বহুতল ভবন হঠাৎ করেই পাশের একটি খালি বাড়ির ওপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেয়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।'' উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।

house collapsed medinipur

জেলা প্রশাসন জানিয়েছে, ওই বিল্ডিংটি বেআইনিভাবে নির্মিত হয়েছিল। এই ঘটনার পর বিল্ডিং নির্মাণের অনুমোদন প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ এখন এই দুর্ঘটনার আসল কারণ ও এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।