New Update
/anm-bengali/media/media_files/2025/03/16/M0Qgtsks454HzOqGDCYl.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর একটি বড়মাপের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অভিযানে ২ জন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, গতকাল গভীর রাতে কিছু সংখ্যক জঙ্গি পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এরপর ভারতীয় সেনারা তাদের চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মধ্যেই শুরু হয় তীব্র গুলি বিনিময়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/06/1umT8AWMfSD6dNXXXyqf.jpg)
প্রায় দুই ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে ২ জন জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে তাদের আসল পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us