নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় হামলাকারীরা সেনার পোশাক পরে আসার পর থেকেই গোটা দেশে নিরাপত্তা আরও জোরদার হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেরাদুনের পল্টন বাজারে বেআইনি ভাবে সেনাবাহিনীর ইউনিফর্ম বিক্রির অভিযোগে তল্লাশি শুরু করেছে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192484-801775.jpg)
শুক্রবার দেরাদুন পুলিশের তরফে পল্টন বাজারে আচমকা তল্লাশি চালানো হয়। এই বাজারটি বহু পুরনো ও জনপ্রিয়, যেখানে একসময় সেনার প্রাক্তন সদস্যরাও কেনাকাটা করতেন। সেই কারণেই সেখানে এখনও অনেক পুরনো ইউনিফর্ম বিক্রির দোকান আছে বলে জানিয়েছেন দেরাদুনের এসএসপি অজয় সিংহ। তিনি জানান, “পল্টন বাজারে আগে সেনার প্রাক্তন সদস্যরা কেনাকাটা করতেন। এখনও অনেক পুরনো ইউনিফর্মের দোকান রয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলোমেলোভাবে দোকানগুলোতে তল্লাশি চালানো হয়েছে।”
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192485-996246.jpg)
পুলিশের তরফে জানানো হয়েছে, বেআইনি ভাবে সেনাবাহিনীর পোশাক বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোটা বাজার এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।