বিএসএফ নেতৃত্বে পরিবর্তন: দিল্লির দায়িত্বে রবি গান্ধী, পূর্বাঞ্চলে মহেশ আগরওয়াল

বিএসএফ পূর্বাঞ্চলে বড় পরিবর্তন। রবি গান্ধী বদলি হয়ে দিল্লিতে, তাঁর জায়গায় নতুন এডিজি হিসেবে দায়িত্ব নিলেন মহেশ আগরওয়াল।

author-image
Debapriya Sarkar
New Update
Ravi gandhi

 নিজস্ব সংবাদদাতা : বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পূর্বাঞ্চলীয় এডিজি রবি গান্ধীকে দিল্লিতে এডিজি (লজিস্টিকস) পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন পূর্বাঞ্চলীয় এডিজি, বিএসএফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মহেশ আগরওয়াল।

Ravi

এ বিষয়ে বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন যে, রবি গান্ধী দীর্ঘদিন ধরে পূর্বাঞ্চলীয় অঞ্চলে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, এবং তাঁর নতুন দায়িত্বের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে।

murshidabad     1

উল্লেখ্য, কিছুদিন আগে মুর্শিদাবাদে ওয়াকফ আইনে উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় এডিজি রবি গান্ধী। তিনি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং সুতি থানা সীমানার সহিংসতা কবলিত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে। তিনি মুর্শিদাবাদ এবং মালদা জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং কর্মকর্তাদের কঠোর নজরদারি বজায় রাখতে নির্দেশ দেন। তার তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ।