/anm-bengali/media/media_files/2025/04/27/TtEcec3un6L9jWIsJq2y.jpg)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে রক্তাক্ত হত্যালীলার পর আতঙ্ক ছড়ালেও, কাশ্মীর নিয়ে দৃঢ় বার্তা দিলেন এক জনপ্রিয় অভিনেতা অতুল কুলকার্নি । তাঁর কথায়, “জঙ্গিরা আমাদের এই বার্তাই দিতে চাইছে— যেন কেউ কাশ্মীরে না আসে। কিন্তু কেন আমরা যাব না? এটা আমাদের কাশ্মীর। আমরা অবশ্যই আসব। যদি আমরা বুকিং বাতিল করি, যদি কাশ্মীরে না আসি, তাহলে তো ওদেরই জয় হবে।”
অভিনেতা অতুল কুলকার্নি অনুরোধ করেন, “যাঁরা কাশ্মীর ভ্রমণের বুকিং করেছেন, তাঁদের বলছি— দয়া করে তা বাতিল করবেন না। বরং যারা অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের অনুরোধ— এই বছর কাশ্মীর আসুন। এই মুহূর্তে আমাদের আরও বেশি করে এখানকার মানুষের পাশে থাকতে হবে।”
এদিকে পহেলগাঁও হত্যাকাণ্ডের অভিঘাত যেন কাশ্মীরের ইতিহাসে এক কালো অধ্যায়। কবে শেষবার জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালিয়েছিল, তা প্রশাসনেরও স্মরণে আসছে না। এবার ধর্মীয় পরিচয় যাচাই করে হিন্দু পর্যটকদের নিশানা করেছে জঙ্গিরা।
/anm-bengali/media/media_files/xuLkIVVRqSpgI9CGNFsL.webp)
কাশ্মীরের অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটকরা তাঁদের কাছে ঈশ্বরতুল্য। এই ভয়াবহ হামলায় কাশ্মীরের সাহসী সহিস আদিল নিজের প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করেছেন পর্যটকদের। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে তাঁর দেহ।
এই ঘটনার পর ভয়ে বহু পর্যটক কাশ্মীর সফরের পরিকল্পনা বাতিল করছেন। ফলে আর্থিক দিক থেকে চরম সংকটে পড়ছেন স্থানীয়রা। মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে পড়েছে উপত্যকা। এই কঠিন সময়ে অভিনেতার আবেগঘন বার্তা— কাশ্মীরিদের পাশে থাকাটাই এখন সবচেয়ে বড় দায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us