New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বৈসরন ভ্যালিতে যাননি, কিন্তু আতঙ্কে কলমা পড়া অভ্যাস করেছিলেন হাওড়ার বালির বাসিন্দা ব্যবসায়ী অরুণ দাস। আতঙ্কের প্রহর কাটিয়ে কাশ্মীর থেকে বাড়ি ফিরে হাঁফ ছেড়ে বেঁচেছেন। ১৬ এপ্রিল বালির পাঠকপাড়ার ব্যবসায়ী স্ত্রী, ছেলেমেয়েকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন। শ্রীনগর ঘুরে ২২ তারিখ তাঁদের বৈসান ভ্যালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানের কারণে রামবনে ধস নামায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আর বৈসরনে যাওয়া হয়নি। বিকল্প রাস্তা ধরে ফেরার সময় প্রতি মুহূর্তে তাড়া করেছে আতঙ্ক। রাস্তায় নিরাপত্তা বাহিনীর দেখা মেলেনি বলে বালির বাঙালি পর্যটকদের দাবি। প্রায় ২২ ঘণ্টা পর তাঁরা কাটরা শহরে পৌঁছন। গতকাল বালির বাড়িতে ফিরলেও এখনও চোখেমুখে আতঙ্কের ছাপ।
/anm-bengali/media/post_banners/4m4bYLPVSMJxgt3swn5S.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us