হেরে গেল জঙ্গিরা! নতুন করে পহেলগাঁওয়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা

ভয়কে হারিয়ে পহেলগাঁওয়ে ধীরে ধীরে ফিরছেন পর্যটকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
pahalgam tourists

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত পহেলগাঁও। ছবির মতো সুন্দর এই জায়গায় বছরের বিভিন্ন সময় দলে দলে ভিড় করেন পর্যটকরা। কিন্তু গত ২২ এপ্রিল জঙ্গি হামলায় পর্যটন স্বর্গ পহেলগাঁও রক্তাক্ত হয়েছিল। আতঙ্কের মধ্যে একের পর এক পর্যটককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ ভয়ে ছুটে পালাতে হয় অনেককেই। সেই ঘটনার পর বৃহস্পতিবার পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ ছিল এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি।

তবে শনিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। ওই দিন পহেলগাঁওয়ে আবারও কয়েকজন সাহসী পর্যটকের দেখা মিলেছে। জানা গিয়েছে, তাঁরা জনপ্রিয় সেলফি পয়েন্টে — লিডার নদীর ধারে — ছবি তুলছিলেন, সেলফি নিচ্ছিলেন।

pahalgam

বেশিরভাগ পর্যটক জানিয়েছেন, পহেলগাঁও যাওয়ার কোনও বাধা না থাকায় এবং ছুটির সুযোগ পেয়ে তাঁরা এখানে এসেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে হোটেল এবং রেস্তরাঁগুলিও পর্যটকদের টানতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। অনেক হোটেলে মিলছে আকর্ষণীয় ডিসকাউন্ট, আবার কিছু রেস্তরাঁতে অতিথিদের জন্য একটি করে ফ্রি মিলও দেওয়া হচ্ছে।

রক্তাক্ত ঘটনার কয়েকদিনের মধ্যেই পহেলগাঁও ফের পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরে পাচ্ছে — এটিই এখন কাশ্মীরবাসীদের কাছে বড় প্রেরণা।