New Update
/anm-bengali/media/media_files/2024/12/20/1000130124.jpg)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তের ভার আনুষ্ঠানিকভাবে NIA-নিয়েছে। জানা গিয়েছে, কীভাবে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। মূলত জঙ্গিরা কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করে আর কীভাবে পাকিস্তানে যায়, সেই দিকে নজর রাখছে। এছাড়াও হামলার সময় প্রত্যক্ষদর্শীদের বয়ান নিতে শুরু করেছে এনআইএ। পঙ্খানুপুঙ্খ বয়ান নিচ্ছে তারা। /anm-bengali/media/media_files/bt6yGoDd6weDUiWtDly8.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us