ফের শাসক নেতার মুখে SIR-NRC নিয়ে ভয়-বার্তা! স্থানীয়দের নিয়ে ঘরোয়া বৈঠক

ফের শাসক নেতার মুখে ভয়-বার্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: এসআইআর- এর সঙ্গে এনআরসি জুড়ে ভয় দেখানোর কৌশল, ওয়ার্ডের বাসিন্দাদের বার্তা বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ও কাউন্সিলর সুমিত সাহার। স্থানীয়দের নিয়ে ঘরোয়া বৈঠকে করলেন তৃণমূল কাউন্সিলর। "নাগরিকত্ব দেওয়ার নাম করে আসলে নাগরিকত্ব কাড়ার চেষ্টা চলছে। নাগরিকত্বের নামে কেউ ফর্ম পূরণ করতে বললে করবেন না", বার্তা কাউন্সিলরের।

tmcp panchayet