শীত নয়, ফিরছে বৃষ্টি! দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের

বিশেষ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloud-cloudy-sky-early-morning-fresh-wallpaper-preview.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: শীতের আগমনী হাওয়া বইতে না-বইতেই ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়। নভেম্বরের শুরুতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। মূল প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শুক্রবারও এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ টানা তিন দিন আকাশে কালো মেঘের আনাগোনা থাকবে উপকূলীয় অঞ্চলে। তবে শনিবার থেকে ফের ফিরবে শুষ্ক আবহাওয়া, ধীরে ধীরে হাওয়া বদল ঘটবে।

কলকাতায় বিশেষ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে উত্তরবঙ্গে দেখা যেতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলাগুলিতে, যদিও মঙ্গলবার থেকে সেখানে বৃষ্টি থেমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

rain

আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা বৃষ্টির সম্ভাবনা আরও জোরদার করছে।

এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সিস্টেমের প্রভাবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, যার প্রভাব আংশিকভাবে পড়তে পারে বাংলার উপকূলে।

এছাড়া, মধ্য বাংলাদেশ ও উত্তর-পূর্ব অসমে তৈরি হতে পারে দুটি ঘূর্ণাবর্ত। ইতিমধ্যেই মৌসম ভবন সতর্কতা জারি করে জানিয়েছে, আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকবে, তাই উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থাৎ, নভেম্বরের শুরুতেই বাংলার আকাশে জমছে কালো মেঘ—শীত নয়, বরং নতুন করে নামতে চলেছে বৃষ্টি।