BREAKING : এবার পহেলগাঁও হামলা নিয়ে বড় টুইট করলেন অভিষেক ! করলেন পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের দাবি

নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে কি বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক ব্যানার্জি ?

author-image
Debjit Biswas
New Update
abhishek kl.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে বড় টুইট করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক ব্যানার্জি। নিজের টুইট বার্তায় পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের দাবিও জানান তিনি। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''গত কয়েকদিন ধরেই এটা লক্ষ্য করছি যে কিছু মেইনস্ট্রিম মিডিয়া, পহেলগাঁও হামলার ক্ষেত্রে নিরাপত্তার খামতিগুলি খোঁজার বদলে, এমনকিছু ন্যারেটিভ নিয়ে আলোচনা করে চলেছে, যা একটি বিশেষ রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা এনে দিতে পারে।''

abhishek

এরপর তিনি লেখেন,''এটা পাকিস্তানকে ভয় দেখানোর সময় নয়, এটা পাকিস্তানকে একটা উচিৎ শিক্ষা দেওয়ার সময়। তাই আরও একটা সার্জিকাল স্ট্রাইক করার বদলে, সরাসরি পাক অধিকৃত কাশ্মীর (POK) দখল করার এটাই সঠিক সময়।''