'এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

পহেলগাম নিয়ে কী লিখছেন তৃণমূল নেতা?

author-image
Jaita Chowdhury
New Update
abhishek

নিজস্ব সংবাদদাতা: 'এটা কোনও সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের সময় নয়। এটা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়ার সময়', এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেকের।

abhishek jk.jpg