/anm-bengali/media/media_files/2025/04/27/1000195182-690390.jpg)
নিজস্ব সংবাদদাতা : রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর ২ নং ব্লক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন এর সম্মেলন আয়োজিত হলো সোনাখালি অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী ড: মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিংহ রায়, জেলা ফেডারেশনের সভাপতি শীতল বিদ, উপদেষ্টা সুনীল কর, মদন ভট্টাচার্য ও অনান্য নেতৃত্ব গন।
/anm-bengali/media/media_files/2025/04/27/1000195183-318563.jpg)
মানস রঞ্জন ভুঁইয়া বলেন, 'রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানব সেবার সরকারী কর্মসুচি গুলি সঠিক ভাবে রূপায়ণ করছেন এবং আমরাও ওনার নির্দেশ মেনে তা করবো। বিভেদ শক্তির বিরুদ্ধে লড়াই করবো।' ডাঃ মানস ভুঁইয়া আরোও বলেন, 'ঐতিহাসিক ঘাটাল মাস্টার প্ল্যানকে সফলভাবে বাস্তবায়িত করা আমাদের দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের পরিকল্পনা আর অভিষেক ব্যানার্জীর ঘোষনা এবং আমাদের সংসদ দেব এর দাবীকে রুপায়ন করতেই হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us