New Update
/anm-bengali/media/media_files/9BeL8FKTbZxiHwX3Ndt2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শিয়ালদাহ দক্ষিণ শাখায় সমস্যা মিটেছে। স্বাভাভিক হয়েছে রেল পরিষেবা। তাই এবার গড়াবে চাকা। প্রথম সিগন্যাল দিয়ে অপেক্ষা করছে ক্যানিং লোকাল। এরপর ধীরে ধীরে চলতে শুরু করবে নামখানা, বজবজ, মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর লোকাল। ঠাসা ভিড় ক্যানিং লোকালে।