ভারতের হকের জল ভারতেই থাকবে! এবার পাকিস্তানকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী
BREAKING : জার্মান নবনিযুক্ত চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি !
BREAKING : সরকার গরিবদের জন্য ১ টাকা পাঠালে, তার ৮৫ পয়সা চুরি হয়ে যায় ! হঠাৎ এ কি বললেন মোদি ?
BREAKING : ২৫ কোটি মানুষ দারিদ্র্যে সীমার উপরে উঠেছেন ! এবার দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বড় মন্তব্য করলেন মোদি
BREAKING : গণতন্ত্র সফল হতে পারে, ভারত তার বড় প্রমাণ ! কেন এই কথা বললেন প্রধানমন্ত্রী মোদি ?
BREAKING : বালুচিস্তানে বোমা বিস্ফোরণে মৃত ৭ পাকিস্তানী জওয়ান ! দেখুন বড় খবর
BREAKING : নদী সংযুক্তি প্রকল্পে উপকৃত হবেন কৃষকরা ! বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কীভাবে মক ড্রিল চলবে আপনার পাড়ায়, জেনে নিন...
BREAKING: অ্যাকশন মুডে ভারত! থাকবে সব ফ্রন্টলাইন বিমান

সুবর্ণরেখার জলে মেলে দেবী মূর্তি! এখানে মা কালী পান করেন সুরা

৪৩ বছরের এই পূজা নিয়ে রয়েছে নানান উপাখ্যান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
muiuoiop

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খন্ড, বাংলা এবং উড়িষ্যা তিন প্রদেশের মানুষের সমাবেশ হয় এই কালীপুজোয়। শ্মশানের পাশে সুবর্ণরেখা নদী থেকে উঠেছিল দেবীর কাল্পনিক মূর্তি। সেই মূর্তিতেই দীর্ঘদিন ধরে পূজা করে আসছেন পানিগ্রাহী পরিবার। 

৪৩ বছরের এই পূজা নিয়ে রয়েছে নানান উপাখ্যান। ওড়িশার এক ভক্তের দেওয়া ১৩ ফুটের কষ্টিপাথরের মূর্তিতেই পুজিত হন শ্যামা। দেবীকে পূজোতে দেওয়া হয় মদ এবং পাঁঠার মাংস। দূর দূরান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই পুজোতে। 

cbfbghghj

ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেরা আন্ধারিয়া গ্রামের এই পুজো এখন সর্বজনীন সর্ববৈচিত্র্য পূর্ণ পুজো। পুজোর দিন সীমান্ত বাংলা ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খন্ড এবং ওড়িশার ভক্তদের সমাগম হয়। আন্ধারিয়া গ্রাম এর পানিগ্রাহী পরিবারের বয়স্ক কর্তা বিনোদ পানিগ্রাহী এবং তার দুই ছেলের শিব শংকর এবং কালিশংকর মিলে এই দেবীর পূজা পাঠ করেন। 

প্রবীণ পুরোহিত বলছেন, সুবর্ণরেখা নদীর জলে স্নান করতে গিয়েছিলেন তিনি। আর সেই সময়েই দেবীর এই মূর্তি পান। এরপরে স্বপ্নাদেশে দেবী দেখা দেন। মাটির কুঁড়ে ঘরে শুরু হয় পুজো এবং মায়ের আরাধনা। পুরোহিত বলছেন ৩৬৫ দিন এখানে জাগ্রত মা। পুজোর দিন বাদ্যযন্ত্র সহকারে সংকীর্তন করে শ্মশান কালীর ঘট আনেন পুরোহিত। 

hjmhjui9o9

দেবী এখানে চামুণ্ডা রূপে পুজিত হন। এছাড়া কাল ভৈরবী রূপেও পুজো করা হয় তাকে। ঘট নিয়ে আসার সময় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। ভক্তদের পুজোর ফল মিষ্টি ছাড়াও মানসিক করে পাঠা বলি দেওয়া হয়। চাল কুমড়ো এবং মদ দিয়ে দেবীকে বরণ করে নেওয়া হয়। যাত্রা সহ নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সারাদিন।