BREAKING : জার্মান নবনিযুক্ত চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি !

কি টুইট করলেন মোদি ?

author-image
Debjit Biswas
New Update
narendra modi global edit.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার জার্মানির ফেডারেল চ্যান্সেলর পদের দায়িত্ব নেওয়ায়, জার্মান নবনিযুক্ত চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, “জার্মানির ফেডারেল চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ফ্রিডরিখ মের্জকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারত-জার্মানির মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করার জন্য, আমি  ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

MODI

এই বার্তার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী হয়েছেন  মোদি।