/anm-bengali/media/media_files/2025/05/06/AidoFnVf541M9anyUu1M.jpg)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দেশের প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে আগামী বুধবার পশ্চিমবঙ্গের ৩১টি জায়গায় মক ড্রিল বা অসামরিক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে এই মহড়া দেশের মোট ২৭টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫৯টি স্থানে একযোগে করা হবে। তালিকায় রয়েছে সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে বৃহত্তর কলকাতাও।
এই মহড়ার মূল উদ্দেশ্য যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ কী প্রতিক্রিয়া জানাবেন, কী কী কাজ তখন করা উচিত ও কী এড়িয়ে চলা উচিত। এই বিষয়ে সতর্ক করতেই প্রশিক্ষণ দেওয়া হবে সাধারণ মানুষকে।
স্বরাষ্ট্র মন্ত্রকের ‘সিভিল ডিফেন্স’ তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৪টি জায়গা ‘ক্যাটেগরি ২’-তে ও ৭টি জায়গা ‘ক্যাটেগরি ৩’-তে পড়েছে। যদিও ‘ক্যাটেগরি ১’-এ রাজ্যের কোনও এলাকা নেই।
পশ্চিমবঙ্গে যে জায়গাগুলোতে মক ড্রিল হবে, সেগুলো হল- কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, বৃহত্তর কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়্গপুর, বার্নপুর-আসানসোল, ফরাক্কা-খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us