BREAKING : বালুচিস্তানে বোমা বিস্ফোরণে মৃত ৭ পাকিস্তানী জওয়ান ! দেখুন বড় খবর

বড়মাপের বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান।

author-image
Debjit Biswas
New Update
dholhat blast

নিজস্ব সংবাদদাতা : ফের একবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান। এবার বালুচিস্তানের কাচ্চি জেলায় একটি বড়মাপের বিস্ফোরণে প্রায় ৭ জন পাকিস্তানী জওয়ান প্রাণ হারালেন। এই খবরের সত্যতা স্বীকার করেছে পাকিস্তানী আর্মি।

pakistan army

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি এই বিস্ফোরণের পিছনে বালোচ লিবারেশন আর্মির হাত রয়েছে। যদিও বালোচ লিবারেশন আর্মির পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করা হয়নি।