BREAKING : নদী সংযুক্তি প্রকল্পে উপকৃত হবেন কৃষকরা ! বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : এবার নদী সংযুক্তি প্রকল্প প্রসঙ্গে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''বছরের পর বছর ধরেই আমাদের নদীগুলির জল নিয়ে উত্তেজনা ও সংঘাত চলেছে। কিন্তু আমাদের সরকার, অন্যান্য রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে, একটি বিশাল নদী সংযুক্তি অভিযান শুরু করেছে।''

Narendra Modi

এরপর তিনি বলেন,''কেন-বেতওয়া নদী সংযোগ প্রকল্প এবং পার্বতী-কালিসিন্ধ-চম্বল নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন।''