/anm-bengali/media/media_files/2025/05/06/VReeUBfDZqLbehw2NQRU.jpeg)
হরি ঘোষ, অন্ডাল : দীর্ঘদিন সাফাই হয়নি নিকাশি নালা। ফলে একটু বৃষ্টি হলেই নিকাশি-নালার জল ঢুকে পড়ছে বাড়িতে। দুর্গন্ধযুক্ত জল গিয়ে মিশছে স্থানীয় একটি কুয়োতেও। এর জল স্থানীয় লোকেরা ব্যবহার করে থাকেন। এমনিতেই নিকাশি ব্যবস্থার দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছড়াচ্ছে দুর্গন্ধ ও দূষণ। এছাড়াও বাড়ছে মশার উপদ্রব। এমনটাই অভিযোগ অন্ডালের খান্দরা গ্রামের বাউরি পাড়ার লোকেদের একাংশের। স্থানীয় বাসিন্দা অনিমা বাউরী নামক এক মহিলা জানান, দীর্ঘদিন নিকাশি না সাফাই না হওয়ার দরুন নিকাশি নালার জল উঠে আসছে রাস্তায়। ফলে দুর্গন্ধযুক্ত জলে পা দিয়েই মানুষকে যাতায়াত করতে হচ্ছে। তার ওপর বৃষ্টি হলেই নিকাশি নালার জল ঢুকে পড়ছে বাড়িতে। ছড়াচ্ছে দূষণ, বাড়ছে মশার উপদ্রব। এমতাবস্থায় এলাকায় ডায়রিয়ার মত রোগ দেখা দিলে তার দায় কে নেবে? প্রশ্ন করেন তিনি। যদিও তিনি বলেন যে মৌখিকভাবে পঞ্চায়েত প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু এতদিনেও কাজের কাজ কিছুই হয়নি।
অন্যদিকে এই বিষয়ে খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশীষ ভট্টাচার্য বলেন যে গ্রামের বাউড়ি পাড়ায় নিকাশি নলার সমস্যা রয়েছে একথা তারা শুনেছেন তবে ওই পাড়ার তরফে লিখিত আকারে অভিযোগ কেউ কোনদিনও পঞ্চায়েতে জমা দেয়নি। তবে আশীষ বাবু বলেন, "এলাকায় নিকাশি নালার সমস্যা রয়েছে। আমরা ইতিমধ্যেই প্রধানের সঙ্গে আলোচনা করেছি। শীঘ্রই সমস্যার সমাধান হবে"।
/anm-bengali/media/media_files/2025/05/06/gXO0w4kkj4KiSoZEc6Aq.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us