BREAKING : সরকার গরিবদের জন্য ১ টাকা পাঠালে, তার ৮৫ পয়সা চুরি হয়ে যায় ! হঠাৎ এ কি বললেন মোদি ?

কি বললেন মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : এবার ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) ব্যবস্থা নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''আমাদের দেশের এক প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেও এটা স্বীকার করেছিলেন যে, সরকার গরিবদের জন্য ১ টাকা পাঠালে, তার ৮৫ পয়সা চুরি হয়ে যায়।''

Modi

এরপর তিনি বলেন,''গরিবের পাওনা ১ টাকার মধ্যে এক পয়সাও যাতে নষ্ট না হয়, সে কারণে আমরা ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) ব্যবস্থা চালু করেছি। এই ব্যবস্থার মাধ্যমে আজ দেশের গরিব মানুষরা উপকৃত হচ্ছেন।”