/anm-bengali/media/media_files/472xS515cnfDEWb95Qus.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লক্ষীর ভান্ডার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্বপ্নের প্রকল্প। প্রত্যেক মাসে বাংলার কয়েক লক্ষ মহিলা এই প্রকল্প থেকে উপকৃত হন। জানেন কি এই প্রকল্পের উৎস কি? মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিজেই। তার কথায়, '' যখন দেখলাম দেশে নোট বন্দি হয়েছে, তখন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম দেশের ক্ষতি হবে। ''
তিনি আরও বলেন, '' অভিষেকের মা লতা আমার কাছে থাকে, আমার দেখাশোনা করে। ওর পরিচারিকা ওর কাছে ২০০০ টাকা ধার করে সেই সময়ে। লতাকে বললাম, তোর কাছে অনেক টাকা জমানো রয়েছে ? উত্তরে লতা জানায় জমানো আর কোথায় লক্ষ্মীর ভান্ডারে যেটুকু জমিয়ে রেখেছিলাম, সেটিও আজ নোটবন্দিতে চলে গেল। "
এরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, '' অভিষেকের মায়ের কাছে এই কথাটি শুনে মাথায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডিয়া আসে। '' মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, " আমি লতাকে বললাম লক্ষ্মীর ভান্ডার আমি কেড়ে নিতে দেব না। লক্ষীর ভান্ডারে আগেকার দিনে মেয়েরা টাকা জমিয়ে রাখতেন, সেই টাকা নিজের প্রয়োজনে খরচ করতেন। আমার নিজেরও একটা লক্ষ্মীর ভান্ডার রয়েছে। সেখানে ৫ টাকা ১০ টাকা ফেলে রাখি। যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে। "