New Update
/anm-bengali/media/media_files/2025/08/23/screenshot-2025-08-23-pm-2025-08-23-15-38-31.png)
নিজস্ব সংবাদদাতা: গয়না চুরি ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের জেরা করে এবার অশোকনগরের ল্যাপটপ চুরির কিনারা করল পুলিশ। উদ্ধার করা হচ্ছে তিনটি ল্যাপটপ, নগদ টাকা ও একটি হার্ডডিস্ক। ধৃত অমিত বিশ্বাস ও আশরাফুল মন্ডলকে জেরা করে এই সাফল্য পেল পুলিশ।
/anm-bengali/media/post_attachments/1f09dd01-07b.png)
কয়েকদিন আগে অশোকনগরের বাসিন্দা অর্ণব দে ও শাজাহান মন্ডল নামে দুজনের ল্যাপটপ চুরি হয়। ধৃতদের পুলিশ হেফাজত নিয়ে জেরা করে টাকা ও ল্যাপটপ উদ্ধার করেছে। পরে আদালতের নির্দেশে তা তুলে দেওয়া হবে মালিকদের হাতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us