New Update
/anm-bengali/media/media_files/2025/08/23/whatsapp-image-2025-08-23-2025-08-23-21-22-54.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের একটি অনন্য উদ্যোগ Know Your District " পরিচয়"। তিনটি মহকুমার ১০ জন করে ছাত্র-ছাত্রী মহকুমার বিভিন্ন স্থান পরিদর্শন করবে এবং একটি পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন বানাবে এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সামনে তা প্রদর্শন করবে। সেই প্রদর্শনের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হবে ছাত্র-ছাত্রীদের।
আজ করা হয় এই আয়োজন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওল্ড কনফারেন্স হলে প্রদর্শিত হল এই প্রেসেন্টেশন। ঘাটাল মহকুমা এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।
মহকুমার মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান যে ছাত্র-ছাত্রীদের জন্য গর্বিত তিনি। এদের চোখ দিয়ে আজ ঘাটাল মহকুমার বিভিন্ন স্থান সম্বন্ধে জানতে পারল মেদিনীপুর জেলা প্রশাসন। জেলাশাসক খুরশেদ আলি কাদেরী পুরস্কার তুলে দেন পড়ুয়াদের হাতে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2013/05/khursheed-ali-qadri-2-665850.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us