নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে শান্তি স্থাপনের জন্য নিজেদের সামরিক বাহিনী পাঠাতে প্রস্তুত চিন, আজ এমনটাই জানিয়েছে সেই দেশের বিদেশ মন্ত্রক। তবে, এই পদক্ষেপ কেবল জাতি সংঘের (UN) অনুমোদন এবং ম্যান্ডেটের (mandate) সাপেক্ষেই নেওয়া হবে বলে চিন স্পষ্ট করে দিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/19/china-foreign-ministe-a-2025-08-19-18-17-46.jpg)
এই বিষয়ে চিনের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে,''বেইজিং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সবসময়ই সমর্থন জানিয়েছে। তবে, এক্ষেত্রে কোনও একক দেশের সামরিক বাহিনী পাঠানো হলে তা পরিস্থিতি আরও জটিল করতে পারে। তাই, আমরা জাতি সংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক শান্তি মিশনে অংশ নিতে প্রস্তুত।'' চিনের এই দাবির পর রাশিয়া-ইউক্রেন সংঘাতে এক নতুন মোড় আসতে পারে।
ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত চিন ! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হঠাৎ করেই নয়া মোড়
কি দাবি করলো চিন ?
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে শান্তি স্থাপনের জন্য নিজেদের সামরিক বাহিনী পাঠাতে প্রস্তুত চিন, আজ এমনটাই জানিয়েছে সেই দেশের বিদেশ মন্ত্রক। তবে, এই পদক্ষেপ কেবল জাতি সংঘের (UN) অনুমোদন এবং ম্যান্ডেটের (mandate) সাপেক্ষেই নেওয়া হবে বলে চিন স্পষ্ট করে দিয়েছে।
এই বিষয়ে চিনের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে,''বেইজিং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সবসময়ই সমর্থন জানিয়েছে। তবে, এক্ষেত্রে কোনও একক দেশের সামরিক বাহিনী পাঠানো হলে তা পরিস্থিতি আরও জটিল করতে পারে। তাই, আমরা জাতি সংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক শান্তি মিশনে অংশ নিতে প্রস্তুত।'' চিনের এই দাবির পর রাশিয়া-ইউক্রেন সংঘাতে এক নতুন মোড় আসতে পারে।