দলের নির্দেশেই সংসদে কাগজ ছিঁড়েছে তৃণমূল সাংসদ, স্পষ্ট দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

যদি কোনও ঝগড়া হয়, তাহলে দেশ অপমানিত হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
456675-pti06272024000172b

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুরুতর ফৌজদারি অভিযোগে আটক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের অপসারণ বিল ছিঁড়ে ফেলার বিষয়ে বিরোধীদের মন্তব্যের জবাবে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এদিন তিনি বলেন, “এই সকল নেতাদের তাঁদের দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া ছিল যে যা খুশি করো, হাঙ্গামা করো, যে করেই হোক নতুন শিরোনাম তৈরি করতে হবে”।   

এর সাথেই মন্ত্রী বলেন, “আমি তাদের অনেকবার বলেছি যে এভাবে কাগজপত্র ছুঁড়ে ফেলা ঠিক নয়। তারা সমস্ত সীমা অতিক্রম করেছে। তারা নেমে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক ধরেছে। আমরা তাদের বলেছি যত খুশি চিৎকার করতে, কিন্তু কিছু স্পর্শ না করতে। যদি কোনও ঝগড়া হয়, তাহলে দেশ অপমানিত হবে। এই লোকদের তাদের দলের নেতারা যা নির্দেশ দিয়েছেন তারা সংসদে তাই করেছে”।

Kiren Rijijuq1.jpg