/anm-bengali/media/media_files/0f6FgOhH7Hlctb0ML01G.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভারত সবচেয়ে বেশি শুল্ক নেয়’ অভিযোগের মাঝেই এবার সরাসরি কড়া মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরাম ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে খোঁচা দিয়ে বলেন, “ভারত থেকে রিফাইনড তেল বা অন্য কোনও পণ্য কিনতে কাউকে জোর করা হয়নি। যদি সমস্যা থাকে, কিনবেন না"।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে আমেরিকা। এই সিদ্ধান্তকে “দাদাগিরি” বলে কটাক্ষ করেন জয়শঙ্কর। তিনি আরও বলেন, “যদি ভারতের সঙ্গে ব্যবসা করা কারও পছন্দ না হয়, তাহলে ভারতের জনগণকে গিয়ে বলুন যে কৃষকদের স্বার্থ রক্ষা করতে চান না, জাতীয় স্বার্থ রক্ষা করতে ব্যর্থ। জাতীয় স্বার্থ রক্ষায় যা করণীয় আমরা করব"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/12/KQTF3Yp7kpQw2xfPXWhj.webp)
ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়েও মন্তব্য করেন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, “এমন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের আর কেউ দেখেনি, যিনি এত প্রকাশ্যে বিদেশনীতি ঘোষণা করেন"। রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রসঙ্গে তিনি জানান, শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণার আগে এ নিয়ে কোনও আলোচনাই হয়নি।
এছাড়া ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবও নস্যাৎ করেছেন জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিবেশী দেশ সংক্রান্ত বিষয়ে ভারত কখনও বাইরের কারও হস্তক্ষেপ মেনে নেবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us