তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের: “সিপিএম ভেবেছিল চিরকাল থাকবে, এখন তৃণমূলও সেই ভ্রমে”

তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-23 4.57.48 PM



নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, “প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি লড়াই চালিয়ে যাচ্ছে। একসময় সিপিএম-ও ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে; আজ তৃণমূলও একই রোগে আক্রান্ত।”

তিনি প্রশ্ন তোলেন, “বাংলা ভাষা নিয়ে তৃণমূলের এত টান যদি থাকে, তবে লোকসভা নির্বাচনে প্রার্থীদের জন্য বাংলার মানুষই কেন পাওয়া যায় না? কখনও গুজরাট, কখনও বিহার, কখনও উত্তরপ্রদেশ থেকে প্রার্থী আনতে হয় কেন?” দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজ্যে রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেয়েছে।