/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টার সময় বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর হাতে ধরা পড়লেন বাংলাদেশের এক বরিষ্ঠ পুলিশ কর্মকর্তা। আজ শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার,হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। এই বিষয়ে বিএসএফ (BSF) কর্মকর্তারা জানিয়েছেন,''সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই পুলিশ কর্মকর্তাকে হাকিমপুর সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরেই বিএসএফ (BSF) জওয়ানরা তাকে আটক করে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/14/uCkd7pu0W47VMkNGjvQL.jpg)
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, ওই কর্মকর্তাকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার কারণ জানতে চাওয়া হয়। যদিও এই প্রশ্নের তিনি কোনও যুক্তিযুক্ত উত্তর দিতে পারেননি। পর ওই কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই হাকিমপুর সীমান্ত এলাকাটি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের জন্য পরিচিত। অতীতেও এই অঞ্চলে বিএসএফ (BSF) একাধিকবার অনুপ্রবেশকারী এবং চোরাকারবারীদের আটক করেছে। এই ঘটনায় ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং এরফলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us