ফের শুরু হল খেলা ! হেভিওয়েট তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল CBI

ফের বড় অ্যাকশনে CBI।

author-image
Debjit Biswas
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার আর জি কর দুর্নীতি কান্ডের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে গেল সিবিআই (CBI)। আজ সিঁথিতে তৃণমূল বিধায়কের বাড়ি পৌঁছালো সিবিআই (CBI)। আজ ঘন্টা কয়েক এগিয়ে আর জি কর দুর্নীতি মালার প্রধান তদন্তকারী মনীশ উপাধ্যায় ও আরও একজন সিবিআই অফিসার সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে পৌঁছেছেন। যদিও যখন সিবিআই এই তৃণমূল নেতার বাড়িতে পৌঁছায় তখন বাড়িতেই ছিলেন না ওই বিধায়ক। যদি তিনি আসেন তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য এর আগেও এই তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি (ED)। এবার আর জি কর দুর্নীতি কান্ডের মামলায় সিবিআই রাডারে এলেন তিনি। 

CBI1.jpg