New Update
/anm-bengali/media/media_files/eOAhSlb2Jh2CpjFhEFjM.jpg)
ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠনের ডেপুটেশন
হরি গোষ, দুর্গাপুর : শ্রমিক শ্রেনীর সামাজিক নিরাপত্তা সহ চার দফা দাবিতে সারা দেশজুড়ে আন্দোলনে নেমেছে ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠন। বুধবার দুর্গাপুরের সিটিসেন্টারের মহকুমা শাসকের দপ্তরে ওই দাবি গুলি সম্মিলিত এক স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃত্ববৃন্দরা। মূলত সারা দেশে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন তারা। পাশাপাশি সরকারি সংস্থাগুলিতে ঠিকাশ্রমিক নিয়োগের বদলে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবিও তোলা হয়। সংগঠনের নেতৃত্ববৃন্দ জানায়, সারা দেশে সকল জেলাশাসক ও মহকুমা শাসকদের মাধ্যমে তারা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই কর্মসূচি গ্রহণ করেছেন।