সাংসদের গাড়িতে বোমাবাজি, ভাঙচুর, অশান্ত বাংলা, এবার হাইকোর্ট...

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরির তেঁতুলতলা বাজারের কাছে শিশির অধিকারীর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া, বোমাবাজির অভিযোগ ওঠে।

author-image
SWETA MITRA
New Update
dew

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল কাঁথির সাংসদ শিশিরঅধিকারী (Sisir Adhikari)-রগাড়িতেহামলার অভিযোগ ওঠে। সাংসদে গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, পাথর ছোঁড়ার, ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হয়েছেন সাংসদ নিজে। তিনি বর্তমানে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনায় এবারহাইকোর্টেমামলাদায়ের হল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা উঠবে বলে খবর।