New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল কাঁথির সাংসদ শিশিরঅধিকারী (Sisir Adhikari)-রগাড়িতেহামলার অভিযোগ ওঠে। সাংসদে গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, পাথর ছোঁড়ার, ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হয়েছেন সাংসদ নিজে। তিনি বর্তমানে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনায় এবারহাইকোর্টেমামলাদায়ের হল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা উঠবে বলে খবর।