/anm-bengali/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-96-pm-2025-08-26-21-46-07.png)
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সম্ভাব্য বিহার সফরকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজন অভিযোগ করেছেন, “সংখ্যালঘু তোষণের রাজনীতি করতেই স্টালিন এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এখন তিনি বিহার যাওয়ার পরিকল্পনা করছেন। ডিএমকে বারবার নিজেদেরকে ‘অ্যান্টি-হিন্দি’ শক্তি হিসেবে তুলে ধরছে। আমরা জাতীয় দল হিসেবে অন্য রাজ্যের ভাই-বোনদের নিয়ে চিন্তিত হলে আমাদের বলা হয়, আমরা নাকি অ্যান্টি-তামিলিয়ান।”
/anm-bengali/media/post_attachments/03979e69-4db.png)
তিনি আরও বলেন, “ডিএমকে বারবার উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মধ্যে বিভাজন তৈরি করে আসছে। এখন তারা বিহারে গিয়ে সেই একই বিভাজনমূলক প্রচার চালাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। দেশের ঐক্যের পরিপন্থী কাজ করছে তারা। যেদিন স্টালিন বিহারে যাবেন, সেদিন ওই রাজ্যের মানুষ জিজ্ঞেস করবেন—আপনি এখানে কেন এলেন, যখন আপনি জাতীয় সংহতির বিরুদ্ধে, অন্য ভাষার বিরোধী?”
তামিলিসাই সৌন্দররাজন দাবি করেন, মুখ্যমন্ত্রী স্টালিন যেমন শেষ মুহূর্তে কেরল সফর বাতিল করেছিলেন, তেমনই এই বিহার সফরও বাতিল করা উচিত। বিজেপি নেত্রীর কথায়, “তারা দেশের অখণ্ডতার নষ্টকারী। রাজনীতির স্বার্থে একদিকে বিভাজন আর অন্যদিকে ভ্রাতৃত্বের নামে সফর, এই দ্বিচারিতা জনগণ মেনে নেবে না।”
স্টালিনের এই সফরকে কেন্দ্র করে তামিলনাড়ু তথা জাতীয় রাজনীতিতে উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
#WATCH | Chennai, Tamil Nadu: On CM MK Stalin to visit Bihar, BJP leader Tamilisai Soundararajan says, "To appease the minorities, he will do anything in the state politics. Now he has a plan to go to Bihar. They (DMK) are continuously projecting their views as anti-Hindi people… pic.twitter.com/v1OAlmGUiZ
— ANI (@ANI) August 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us