রোদ ঝলমলে আকাশ তবু জলেই ডুবে ঘাটাল

চিত্র পাল্টাল না।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-26 at 6.41.44 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: আবহাওয়া পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ তবুও বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নদীগুলিতে জলস্তর রয়েছে। বানভাসি ঘাটালে প্রত্যন্ত এলাকায় ডিঙি নৌকায় চড়ে এলাকার মানুষের হাতে চাল, ডাল, সাবান, বিস্কুট সহ ত্রান সামগ্রী তুলে দিতে দেখা গেল পরিযায়ী স্বর্ণ শিল্পীদের। সাথে রয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিধায়ককে সাথে নিয়ে পরিযায়ী শ্রমিকরা বন্যাকবলিত ঘাটালের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে। তবে যাই হোক অন্যান্য বছরের থেকে এই বছর ঘাটালে বন্যা দুর্ভোগ বাড়িয়েছে। ঘাটালবাসী সকলেই চাইছে পুজোর আগে স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল। 

rain