/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
ফাইল চিত্র
নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: ক্যানিংয়ে দম্পতির জোড়া মৃত উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের এলাকা বয়েসিং গ্রামে। মৃত দম্পতির নাম নাজির মোল্লা ও রিঙ্কি মোল্লা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/26/whatsapp-image-2025-08-25-2025-08-26-18-11-11.jpeg)
প্রায় চার বছর আগে নাজিরের সঙ্গে ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ধমানের কাটোয়ার বাসিন্দা রিংকির। পরে বিয়ে হয়। নাজির পেশায় রাজমিস্ত্রি। দিব্যি চলছিল দম্পতির সংসার। ইদানিং প্রায় এক সপ্তাহ ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলছিল, জানায় বাসিরা। তার মধ্যেই দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। সূত্রের খবর পরিবারের লোকজন মৃতদেহ দেখতে পেয়ে ক্যানিং থানার পুলিশকে খবর দেয়। ক্যানিং থানার পুলিশ নাজির ও রিংকিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় যে রাতেই বচসার জেরে স্ত্রীকে প্রথমে শ্বাস রোধ করে খুন করে নাজির ও পরে নিজে দড়ি দিয়ে আত্মহত্যা করে। এমন ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/26/whatsapp-image-2025-08-25-2025-08-26-18-11-26.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us