/anm-bengali/media/media_files/2025/08/26/gzso8smwgaa8jpg-2025-08-26-22-02-20.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় শাসিত অঞ্চল জুড়ে টানা প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। এরই মধ্যে উদমপুর জেলার মানওয়াল রেলস্টেশনে বহু যাত্রী দীর্ঘ সময় ধরে আটকে পড়েন। তবে মানবিক উদ্যোগ নিয়ে সামনে আসে রেল কর্তৃপক্ষ।
রেলকর্মী ও রেল পুলিশ (আরপিএফ) মিলিতভাবে আটকে পড়া যাত্রীদের খাবার ও পানীয় পৌঁছে দেন। স্টেশনে আটকে থাকা যাত্রীরা জানান, টানা বৃষ্টিতে চারদিক প্লাবিত হয়ে পড়েছে। অনেক ট্রেনও দেরি করছে বা মাঝপথে থেমে যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/06449bfa-603.png)
এক আরপিএফ কর্মী জানান, “যাত্রীদের যেন কোনো রকম কষ্ট না হয়, সে জন্যই আমরা সবাই মিলে খাবার বিতরণ করছি। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ রেলওয়ের পক্ষ থেকে সাহায্য চলবে।”
উল্লেখ্য, প্রবল বর্ষণে জম্মু-কাশ্মীরের একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট, সেতু ও রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াত ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নেমেছে।
J&K | Railway staff and railway police serve food to passengers stranded at Udhampur's Manwal Railway Station due to incessant heavy rainfall wreaking havoc across the union territory.
— ANI (@ANI) August 26, 2025
Source: Indian Railways pic.twitter.com/JhlFur1Gyj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us