/anm-bengali/media/media_files/2025/08/26/whatsapp-image-2025-08-26-2025-08-26-18-12-59.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ স্পোর্টস ফেস্টিভ্যাল। পাওয়ার লিফটিং, বেঞ্চ প্রেস, ওয়েট লিফটিং সহ একাধিক প্রতিযোগিতা আয়োজিত হবে বামুনাড়ার একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে। দুই দিনব্যাপী এই উৎসবের লক্ষ্য যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলতে উদ্বুদ্ধ করা। মঙ্গলবার দুপুরে শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তা সীমা দত্ত চট্টোপাধ্যায়, অপূর্ব মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। তারা জানান যে সমাজে খেলাধুলার গুরুত্ব ফের জাগিয়ে তুলতেই এই উদ্যোগ। সীমা দত্ত চট্টোপাধ্যায় বলেন, "আমাদের আসল উদ্দেশ্য যুবসমাজের মধ্যে ক্রীড়ার প্রতি ভালোবাসা জাগানো। শুধু পড়াশোনা নয়, সুস্থ শরীর ও মন গড়ে তুলতে খেলাধুলা অপরিহার্য"। ক্রীড়াজগৎ ও সমাজের বিভিন্ন মহলের সমর্থনে ইতিমধ্যেই উৎসবকে ঘিরে তৈরি হয়েছে উৎসাহ। উদ্যোক্তাদের দাবি, এমন উদ্যোগ নিয়মিত হলে ক্রীড়ার মাধ্যমে যুব সমাজের সুস্থ ও সচেতন বিকাশ সম্ভব।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/26/screenshot-2025-08-26-180004-2025-08-26-18-00-21.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us