/anm-bengali/media/media_files/1000069162.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাইয়ের বুড়িরপুকুরে চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কে ভয়াবহ পথদুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে। মোটর বাইকের সাথে সাইকেলের সংঘর্ষে মৃত ১, গুরুতর আহত ২। মৃত ব্যক্তির নাম শান্তনু মাঝি, বাড়ি দাসপুরের হরিরামপুরে।
জানা যায়, ঘাটাল থেকে ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিল মোটর সাইকেলের ২ আরোহী। ক্ষীরপাইয়ের বুড়িরপুকুর এলাকায় সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় বাইকের সাথে ধাক্কা লাগে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে আহত ৩ জনকেই ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাটাল হাসপাতালে বাইক আরোহী ১ ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। অপর ২ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় ঘাটাল থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/26/whatsapp-image-2025-08-25-2025-08-26-19-16-28.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us