ইলেকট্রিক স্কুটির শোরুমে অগ্নিকাণ্ড

জাতীয় সড়কের ধারে এমন অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-26 at 6.53.53 PM

নিজস্ব প্রতিনিধ, মধ্যমগ্রাম: মধ্যমগ্রামের ইলেকট্রিক স্কুটির শোরুমে অগ্নিকাণ্ড। যশোররোডের ওপরে এই স্কুটির শোরুম। সেই শোরুমেই আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ছুটোছুটি লেগে যায় মানুষের মধ্যে। উপস্থিত হয় মধ্যমগ্রাম থানার পুলিশসহ দমকলের একটি ইঞ্জিন। ইঞ্জিনের প্রচেষ্টায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে শোরুমের ভিতরে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা সঠিক না জানা গেলেও প্রাথমিক ধারণা শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ভিতরে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও কেন ঘটনার সাথে সাথে তা ব্যবহার করা গেল না সেটা নিয়েও উঠছে প্রশ্ন। তবে হতাহতের খবর আপাতত নেই। এই ঘটনায় ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।

Fire